আমাজন সম্প্রতি ইকোর এক নতুন
সংস্করণ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। শব্দনিয়ন্ত্রিত এই যন্ত্রের নতুন
সংস্করণে টাচস্ক্রিন প্রযুক্তি থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে যুক্ত
করা হয়েছে ভিজ্যুয়াল কম্পোনেন্ট। ৭ ইঞ্চি পর্দার এই যন্ত্র ব্যবহার করে
ব্যবহারকারীরা পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিডিও চ্যাট করতে পারবেন।
‘ইকো শো’ নামে পরিচিত আমাজনের এই যন্ত্রটির সর্বশেষ সংস্করণের জন্য ফরমায়েশ করা যাচ্ছে গত সপ্তাহ থেকে। মূলত আগাম ফরমায়েশ দেওয়ার মাধ্যমে এটি কেনা যাবে। বাজারে ছাড়া হবে আগামী ২৪ জুন। দাম রাখা হচ্ছে ২২৯.৯৯ ডলার। এটি মূলত অনেকটা খুব বড় আকৃতির ট্যাবলেটের মতো। সেলফি তোলার জন্য এতে রয়েছে শব্দনিয়ন্ত্রিত ক্যামেরা।
২০১৪ সালের শেষের দিকে প্রথমবারের মতো শব্দনিয়ন্ত্রিত ইকোপণ্যের বাজারজাত শুরু করে আমাজন। কিন্তু তাদের একক আধিপত্য এক বছরের বেশি টেকেনি। মুখোমুখি হয় প্রতিযোগিতার। কারণ গুগল ২০১৬ সালের মাঝামাঝি সময়ে ‘গুগল হোম’ নামে পরিচিত তাদের স্মার্ট স্পিকার চালু করে। মাইক্রোসফট এবং অ্যাপলও একই ধরনের যন্ত্র নিয়ে কাজ শুরু করেছে বলে শোনা যাচ্ছে। মোখলেছুর রহমান সূত্র: সিএনএন
‘ইকো শো’ নামে পরিচিত আমাজনের এই যন্ত্রটির সর্বশেষ সংস্করণের জন্য ফরমায়েশ করা যাচ্ছে গত সপ্তাহ থেকে। মূলত আগাম ফরমায়েশ দেওয়ার মাধ্যমে এটি কেনা যাবে। বাজারে ছাড়া হবে আগামী ২৪ জুন। দাম রাখা হচ্ছে ২২৯.৯৯ ডলার। এটি মূলত অনেকটা খুব বড় আকৃতির ট্যাবলেটের মতো। সেলফি তোলার জন্য এতে রয়েছে শব্দনিয়ন্ত্রিত ক্যামেরা।
২০১৪ সালের শেষের দিকে প্রথমবারের মতো শব্দনিয়ন্ত্রিত ইকোপণ্যের বাজারজাত শুরু করে আমাজন। কিন্তু তাদের একক আধিপত্য এক বছরের বেশি টেকেনি। মুখোমুখি হয় প্রতিযোগিতার। কারণ গুগল ২০১৬ সালের মাঝামাঝি সময়ে ‘গুগল হোম’ নামে পরিচিত তাদের স্মার্ট স্পিকার চালু করে। মাইক্রোসফট এবং অ্যাপলও একই ধরনের যন্ত্র নিয়ে কাজ শুরু করেছে বলে শোনা যাচ্ছে। মোখলেছুর রহমান সূত্র: সিএনএন
No comments:
Post a Comment